কুয়েতে Eagle Resolve অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনী

কুয়েতে Eagle Resolve অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনী

সর্বমোট ২৯টি দেশ এবং ৫,৫০০ জন সৈন্য নিয়ে কুয়েতে এই বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। গালফ নেশনস এবং তাদের পার্টনার কান্ট্রি এই মহড়ায় অংশ নিয়ে আসছে। বেশ কয়েকধাপে মহড়াটি অনুষ্টিত হয়। যেমন কোয়ালিশন হেডকোয়ার্টার এ বিভিন্ন সিম্যুলেটেড এনভায়রনমেন্টে ডিসিশন মেকিং, আবার সরাসরি ব্যাটেলফিল্ডে কাউন্টার টেররিজম অপারেশন, এম্ফিবিয়াস অপারেশন, হোস্টেজ রেসকিউ মিশন এর মত অতি গুরুত্বপূর্ণ মিলিটারী ট্যাকটিক্স গুলো হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বিভিন্ন দেশের সুপ্রশক্ষিত প্রশিক্ষকরা থাকে বিধায়, বিভিন্ন দেশের অপারেশন ধরণ সম্পর্কে জানা যায়।

সুদূর মরুর দেশে বাংলাদেশের সেনাদের এধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ, ভবিষ্যতে কোন মরুর বুকে যুদ্ধ করার ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা লাভে সহায়তা করে। এধরণের প্রশিক্ষণের ফলে শান্তিরক্ষা মিশনে সাহারা মরুভূমির মত অঞলে বাংলাদেশ সফলতার স্বাক্ষর রেখে আসছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password