কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে এই ডলার দেওয়া হয়েছে। শ্রীলঙ্কাকে প্রতিশ্রুত ২৫০ মিলিয়ন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি অর্থমানে যার মূল্য ৪২৫ কোটি টাকা।শ্রীলঙ্কার আবেদনের প্রেক্ষিতে তাদের চাহিদা অনুযায়ী প্রথম দফায় ৫০ মিলিয়ন ডলার ছাড় করা হয়েছে।
প্রতিশ্রুত ঋণের বাকি অংশ দেশটির চাহিদা বিবেচনায় ছাড় করা হবে। বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ সুবিধার আওতায় তিন মাস মেয়াদে ৫ কোটি ডলার দেওয়া হয়েছে। এক্ষেত্রে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবরের সঙ্গে দেড় শতাংশ যোগ করে সুদ পাবে বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন