নিরাপদে কাতারের সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশীরা

নিরাপদে কাতারের সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশীরা

আফগানিস্তানে আটকে পড়া ১২ জন বাংলাদেশী এবং ১৬০ জন আফগানিস্তানের শিক্ষার্থীরা গত ২৪ ঘন্টায় আফগানিস্তান থেকে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে আরেকটি বিমানে করে তারা শীঘ্রই দেশে আসবেন তারা। এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ আফগানিস্হানে ক্ষমতা পালাবদলে তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।

আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ বাংলাদেশি নাগরিকের গত বুধবারই দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে তৎক্ষনাৎ ফেরত পাঠানো হয় নিরাপদ স্হানে। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ সরকার। পাশাপাশি নিহতদের প্রতি সমবেদনা জানানো এবং কাবুল বন্দরে বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার উপনlর জোর দেয়া হয় ওই বার্তায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password