বর্তমান বিশ্বের সব চেয়ে আলোচিত বিষয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্য। এই মন্তব্যের জেরে অনলাইন পত্রিকা বিডিটাইপের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই।
সৌদি আরব, কুয়েত, কাতারসহ অন্তত ১৭টি দেশ নবীজিকে অপমানের প্রতিবাদ জানিয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিও-ভিডিওতে দেখা যাচ্ছে, কুয়েত, কাতার, সৌদি আরবের সুপারস্টোরগুলো থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হচ্ছে। অনেক স্টোরে ভারতীয় পণ্যগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে পণ্য বয়কটের পোস্টার লাগিয়ে দেয়া হয়েছে। দোকান-বাজার থেকে ভারতীয় পণ্য সরিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দেখা যায় কিছু ছবিতে।
এ বিষয়ে অনলাইন পত্রিকা বিডিটাইপের ব্যবস্থাপনা পরিচালক কালাম খাঁন বলেন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন এবং ইসলাম ধর্ম এবং নবীজিকে নিয়ে নানান ধরনের সবসময় কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে। ভারত সরকারকে এ ব্যাপারে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ইসলাম ধর্মকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারবে না, এমনটাই প্রতিশ্রুতি দিতে হবে ভারত সরকারকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন