৪ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে সাত কলেজের আমরণ অনশন

৪ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে সাত কলেজের আমরণ অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়া শুরু হয়। কলেজগুলা  হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

তবে ঢাবি অধিভুক্ত করার পর ঢাকার সেরা ৭ টি কলেজের পড়াশুনার মান বৃদ্ধির তো দূরে থাক,নানা অব্যবস্থাপনা, অবহেলা ও তাল-বাহানা শুরু করে ঢাবি প্রশাসন। পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে সাত-কলেজবাসী। এছাড়াও পরীক্ষা রেজাল্ট নিয়ে ভোগান্তির শেষ নেই।

পরীক্ষা নেওয়ার পর এক-থেকে দেড় বছর পর রেজাল্ট পাওয়া যায়। ফলে সেশনজট যেন সাত কলেজের নিত্যকার সঙ্গী। পরীক্ষার খাতা অবমূল্যায়ন করা হয় সাত কলেজের পরীক্ষার্থীদের।সাত কলেজকে গণহারে ফেইল করা যেন ঢাবির একটা আর্ট।

অথচ ঢাবি-অধিভুক্ত হওয়ার আগে বাংলাদেশের মধ্যে রেজাল্টে ১ম সারির দিকে থাকত। এছাড়াও ফর্ম ফিল আপ করা থেকে প্রতিটা প্রশাসনিক কাজে ভোগান্তির শেষ নেই। এতে সাত কলেজের শিক্ষার্থীরা রীতিমতো বাকরুদ্ধ।কবে এই ভোগান্তির হবে শেষ।

তবে এবার ৪ দফা দাবিতে আন্দোলনের ডাক দিলেন শিক্ষার্থীরা।আগামী ২৯ আগস্ট রোজ রবিবার সকাল ৯টা থেকে শুরু সরকারি সাত কলেজের ১৫-১৬ সেশনের ফলাফল বিপর্যয় , ১৬-১৭ রেজাল্ট বৈষম্য, ১৬-১৭ মাস্টার্সের ছাত্র-ছাত্রীদের সাথে বৈষম্য দূরীকরণের দাবিতে আমারণ অনশনের ডাক দিলেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলোঃ

১/ চতুর্থ বর্ষের অকৃতকার্য খাতাগুলো পুনর্মূল্যায়ন করা হোক প্রয়োজনে সেটা দ্বিতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়িত হোক । অথবা উক্ত বিষয় বিশেষ পরীক্ষা নেয়া হোক ১০ দিনের মধ্যে।

২/ সাত কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ঢাবির শিক্ষক কতৃক ক্লাস মনিটরিং ও বই লেখা হোক । ৩/ ছাত্র-ছাত্রীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানের ব্যবস্থা নিজ নিজ কলেজে রাখা হোক।

৪/ সকল বিভাগের রেজাল্ট একসাথে প্রকাশ করা হোক এবং বাকি বিভাগ গুলোর ফলাফল আগামী ১০ দিনের মধ্যেই প্রাকাশ করা হোক।

সাত কলেজের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী জানায়,ইংরেজি বিভাগের ২০১৫-১৬ ফলাফল বিপর্যয়ের জন্য আমরা আগামীকালের আন্দোলনে উপস্থিত হব।বিভিন্ন কলেজ ভূক্তভোগী শিক্ষার্থীরা উক্ত আন্দোলনে যোগদান করবে।

তারা আরো জানায়, সাত কলেজ নানান সমস্যা রয়েছে তার মধ্যে রেজাল্ট বিপর্যয় অন্যতম আমরা আর কোনো কোন অজুহাতে সহ্য করব না। আমাদের দাবি, আমাদেরই আদায় করে নিতে হবে। কারণ আমাদের সাথে এরকম হয়েছে, পরবর্তীতে,জুনিয়রদের সাথে ও এরকম হতে পারে তাই আর যেন এইরকম এরকম না হয়। আমরা আন্দোলন সফল করে করেই বাড়ি ফিরব ইনশাআল্লাহ।

সময় সকাল ৯ঃ০০ টা স্থানঃ- নীলক্ষেত মোড় তারিখঃ- ২৯ই আগষ্ট ২০২১ (রবিবার)

মন্তব্যসমূহ (০)


Lost Password