করোনভাইরাসের জেরে স্তব্ধ ইউরোপের অধিকাংশ দেশ। সংক্রমণ এড়াতে ঘর বন্দি থাকছেন সেখানকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে স্পেনের মার্সিয়ার রাস্তায় গুটি গুটি পায়ে ঘুরতে দেখা গেল একটি ‘ডাইনোসর’কে। তাকে দেখে পথ রুখল পুলিশ!
এই ঘটনার ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছে মার্সিয়া পুলিশ। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৫০ লক্ষ বারের কাছাকাছি। সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে, ‘জুরাসিক পার্ক’ ছবির মিউজিকও।
আসলে মার্সিয়ার রাস্তায় ঘুরে বেড়ানো ডাইনোসর একজন মানুষ। করোনাভাইরাস থেকে বাঁচতে ডাইনোসরের পোশাক পরে রাস্তায় ঘুরছিলেন তিনি। তাকে দেখে পুলিশ সতর্ক করে। বাড়ি চলে যেতে বলে। এই পোশাক নিয়ে জানানো হয়েছে, এই ধরনের পোশাক করোনাভাইরাস রুখতে সক্ষম নয়।
যদিও করোনার আতঙ্কে প্রাণীর পোশাক পরে রাস্তায় বেড়ানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে চিনের এক মহিলা হাসপাতালে গিয়েছিলেন জিরাফের পোশাক পরে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন