ভালোবাসার মানুষের জন্য 

ভালোবাসার মানুষের জন্য 

কবিতাঃ ভালোবাসার মানুষের জন্য 

কলমেঃ সীমান্ত চন্দ

তোমার কালো চুলের অন্ধকারে সন্ধ্যা নামে
রাতের স্নিগ্ধ তাঁরা আরো স্নিগ্ধ হয় 
তোমার স্নিগ্ধতায়
আকাশ ভেঙে জোছনা নেমে তোমায় দেখে চমকে ওঠে
তোমার খোলা চুলের মাঝে কাঁঠালচাঁপা গন্ধ খোঁজে
বনলতা গুলো তোমায় দেখে হেসে উঠে উদ্দাম হাওয়ায়
ঝিঝি পোকারা হঠাৎ ডাক থামিয়ে থমকে দাড়ায়
তোমার চঞ্চলতায় বন হরিণী পথ যে হারায়
তোমায় দেখে চাঁদ সরমে মেঘে লুকায়
তোমার রিনিঝিনি চুড়ি নুপুর ছন্দে বৃষ্টি নামে
ভোরের সূর্য্য ওঠে তোমার গালের লাল রক্তিম আভায়
ঘাসের ডগায় শিশির বিন্দু মুক্তা ঝরায়
তোমার মুক্তা ঝরা হাসি দেখে লুটিয়ে পড়ে তোমারই পায়
তোমার গায়ের রঙে ঢেউ খেলে যায় সোনালী ধান

মন্তব্যসমূহ (০)


Lost Password