মানি এক্সচেঞ্জে প্রতারণা। সবাই সাবধান থাকুন| প্রতারকের ওয়েবসাইট: https://usdttakawallet.com

মানি এক্সচেঞ্জে প্রতারণা। সবাই সাবধান থাকুন| প্রতারকের ওয়েবসাইট: https://usdttakawallet.com

মানি এক্সচেঞ্জের নামে প্রতারণা। সবাই সাবধান থাকুন| ভেবে-চিন্তে লেনদেন করুন। (সংশোধিত) প্রতারকের ওয়েবসাইট: https://usdttakawallet.com | Fraud Website usdttakawallet.com

আমরা যারা অনলাইনে কাজ করি তাদের বিভিন্ন কাজের জন্য প্রায়ই ডলার এক্সচেঞ্জের দরকার হয়। কিন্তু দেখা যায় অধিকাংশ এক্সচেঞ্জারই ভূয়া। আজকে আমি আপনাদের এমন একজন প্রতারকের সাথে পরিচয় করিয়ে দিবো। আপনারা আর কেউ যাতে আমার মতো প্রতারিত না হন এবং অপরিচিত কারো সাথে লেনদেন করার আগে ভেবে চিন্তে লেনদেন করেন তার জন্ন্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস কারণ প্রতারক একজনকে ঠকিয়ে ক্ষান্ত হয়না, নতুন শিকারের আশায় থাকে ।

এবার চলে যাই আমার ঘটনায়-

বিশেষ কারনে আমার Paypal এ $50 দরকার ছিলো। তাই আমি Google এ সার্চ দিয়ে বেশ কয়েকটা এক্সচেঞ্জার সাইটের খোঁজ পেলাম। শেষে আমি বাংলাদেশের একটি ওয়েবসাইটে প্রবেশ করি এক্সচেঞ্জ এর জন্য। ভাবলাম একই দেশের মানুষ হয়তো ঠকাবেন না। আসলে ফ্রীলান্সীং করতাম বলে মানুষের উপর খুব ভরশা হয়ে গিয়েছিলো। এই বিশ্বাস করাটাই ছিলো ভুল। যাই হোক আমি প্রতারকের সাথে লাইভ চ্যাটে মাধ্যমে কথা বলে তার বিকাশে টাকা পাঠালাম কিন্তু টাকা পাঠানোর পর সে আমাকে ডলার দেয় নি এবং আমাকে হোয়াটস্যাপে ব্লক করে দিয়েছে

প্রতারক 2-5 মিনিটে এক্সচেঞ্জের ওয়াদা করে-

প্রতারকের ওয়েবসাইট: https://usdttakawallet.com

প্রতারকের হোয়াটস্যাপ নাম্বার: +8801828476921, +8801904816302

প্রতারকের বিকাশ নাম্বার: 8801617202383 

প্রতারক স্কাইপি আইডি: usdttakawallet

সবাই ভালো থাকবেন এবং নিজের কষ্টার্জিত টাকা কোন চোরের হাতে তুলে দিবেন না। ধন্যবাদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password