মিথ্যে আমি

মিথ্যে আমি
মিথ্যে আমি 
ওবায়দুর রহমান 

আমি নাই এ পৃথিবীতে 
চলে গেছি দূরে বহু দূরে, 
জানা অজানা না ফেরার 
স্তব্ধ নগরীর শান্তিপুরে। 

খুঁজো না আমায় কেউ 
বৃথা হাতছানি মিথ্যা আভাসে, 
লাভ ক্ষতির সে গ্রন্থমালা আজ 
শুধু ধুলিমাখা, দীর্ঘ রুদ্ধশ্বাসে। 

প্রিয়জন নাকি প্রয়োজন 
মিলেমিশে একসাথে ছিল একাকার, 
আজ কেন তবে সেই প্রয়োজনে 
স্মৃতির পাতায় বয়ে চলে হাহাকার। 

মিথ্যে আমি নাকি এই ধরণী 
ক্ষণিকের সেতো ভুল পরিচয়, 
জীবন তো বয়ে গেল জীবনের তরে 
শুধু করে গেছি নাটকের অভিনয়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password