কলম হাতে নিয়েছি অনেকক্ষন
মনে ভাবনায় অনেক কিছু
খাচ্ছে শুধুই ঘুরপাক ।
শুরু করবো কোন্ শব্দ দিয়ে
ভাবতে ভাবতেই
কোন শব্দই আর হয়না লেখা ।
ভালবাসা, মমতা, প্রেম, আনন্দ
স্রস্টা প্রকৃতি নাকি জীবন
আবার ভাবি
নদী সাগড়, পাহাড় নাকি মরুভুমি
কোনটাকে লিখবো ?
জানি স্থির করতে পারবোনা
অন্তত আজকে
কারন অনেক- অনেক কারন
মূল কথা - মনে নেই এতটুকু স্থিরতা
বড় অভাব মনের স্থিরতার
লিখবো কি করে?
তবুও সময় যাচ্ছে তারই গতিতে
আমি স্থির আমার স্থানে
কতদিন এভাবে থাকবো
হিসাব মিলাতে পারিনা কোন মতেই
উত্তর আর মিলেনা ।।
তবু আছি
একেবারে শুধু আমার মত করে ।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন