তুরষ্ক সফরে সেনাপ্রধান, প্রতিরক্ষা উপমন্ত্রীর সাথে কৌশলগত বন্ধুত্বে নতুন উচ্চতা

তুরষ্ক সফরে সেনাপ্রধান, প্রতিরক্ষা উপমন্ত্রীর সাথে কৌশলগত বন্ধুত্বে নতুন উচ্চতা

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ  তুরষ্কে সফরের প্রথম দিনে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। এই দিন তিনি দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সাথে সাক্ষাৎ করেন। উভয়ের সাথে সাক্ষাতে সেনাবাহিনী প্রধান তুরষ্ক এবং বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন।তিনি বলেন, এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

তুরষ্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনা সদস্যদের প্রশিক্ষণ, সামরিক সরন্জামের প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রেও সেদেশের পক্ষ থেকে বাংলাদেশকে অধিকতর সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডন্ট ইসমাইল দেমির আশ্বাস দেন যে তিনি তার সংস্থা এসএসবি এর পক্ষ থেকে বাংলাদেশের সাথে চলমান বিষয়গুলি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন, যাতে করে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ এবং কল্যাণকর হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password