ক্ষুদ্রজাতিসত্তা

ক্ষুদ্রজাতিসত্তা

হাজার বছরের পুরনো ভূমি আমাদের
আমরা দেশের পরনো জাতি
আমরা ক্ষুদ্রজাতি।
তবে অনেকে বলে আমরা এক
উপজাতির দল।
জাতি কি কখনো উপজাতি হয়?
না না না এ মানুষের সৃষ্ট।
যদি থাকে আমাদের নিজস্ব পরিচয়
তবে কি করে আমরা উপজাতি হই?
যদি তোমরা বলো_আমরা ক্ষুদ্রজাতি
তবে আমরা তা মানতে রাজি
তবুও বলোনা গো তোমরা
আমরা এক উপজাতির দল।
আমরাও যে তোমাদের মতোই
একটি স্বয়ংসম্পূর্ণ জাতি।
আমরা যে তাই সে অধিকার চাই
গৌরবের সাথে বলতে চাই
আমরা এক স্বাধীন জাতি
আমরা কর্মক্ষম, আমরা বলিষ্ঠ
আমরাও তাই এ দেশের ভবিষ্যৎ।
সুমাইতা লাইছা বুশরা

মন্তব্যসমূহ (০)


Lost Password