জীবনের গল্পচিত্র

জীবনের গল্পচিত্র

**জীবনের গল্পচিত্র ( জন্মদিনের লেখা) **

অনিয়ম ভাঙগার ফেরিওয়ালা আমি, লোকালয়ের মাঝে অদৃর্শ্য থাকি।

যে কর্মে ছিলো নিরবধি যাত্রা, তা কেবলি ফিকে, তা হয়নি করা।

আপনকে ভাবি দুর্বোধ্য সোয়ারী, বহু গত জীবন এখন শুধুই ফেরারী।

শিশু কিশোর যৌবন, পূর্ণতা, সঙ্গোপণের এক বিমূর্ত প্রার্থিতা।

আশা ভরসা অবিশ্বাসের চিত্রগাঁথা, আজ স্রোতহীন নিরব ঝর্ণাধারা।

অমোঘ নিয়মে কেটেগেছে সববেলা, ফুল ফোটেছে অলখ্যে, হয়নি গাঁথা মালা। 

বাসনা পুড়ছে ছাইচাঁপা অন্তরে, সত্য মিথ্যার যুদ্ধে ক্লান্ত মতান্তরে।

জয়টিকা অলংকরনে মুছেগেছে নাম, এখন মিছেই গুণছি জীবনের কতো দাম।

জন্মটা অকস্মাৎ মুছে গেলে জন্ম থেকে, ক্ষমা করে দিও এ অদমকে নীজ গুণে।

লেখকঃ শাহ্ বোরহান মেহেদ

মন্তব্যসমূহ (০)


Lost Password