২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মেধাতালিকায় স্থান করে নিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের মেধাবী শিক্ষার্থী খাদিজা আক্তার শিফা।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। এতে জাতীয় মেধাতালিকায় ২৪৫৮তম স্থান অর্জন করে খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন শিফা।
তার বাবা মো. হেলাল উদ্দিন কাপাসিয়ার নামিলা আনসারিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ও মাতা নাজমা আক্তার একজন গৃহিনী।
জানা যায়, মেধাবী শিক্ষার্থী খাদিজা আক্তার শিফা উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি এবং ২০২০ সালে হাজী জাফর আলী ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
এমন সাফল্যে উচ্ছ্বসিত খাদিজা আক্তার শিফা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তিনি বলেন, মা-বাবার অক্লান্ত পরিশ্রম, কলেজের শিক্ষকমণ্ডলীর উৎসাহ ও আন্তরিক পাঠদান আমার সাফল্যের পিছনে কাজ করেছে।
হাজী জাফর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নারায়ন নাথ বলেন, পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। ক্লাস ও পরীক্ষায় সে নিয়মিত ছিল। তার সাফল্যে আমরা গর্বিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন