ভয়ের তাড়না

ভয়ের তাড়না

মুখে কত কথা সবার
আমার ভয় নেই কোন
আমার কাছে হয় মনে
তা কেবল মুখেরই কথা সবার ।

অনেক ধরনের ভয়
একেক জনের একেক ভয়
কারো বেঁচে থাকার ভয়
কারো নিরাপত্তার
কারো জীবনের কারো রোগশোকের
নানা ভয় ।।

কর্ম হারানোর ভয়
প্রেমিক হারানোর ভয়
সুন্দর সুযোগ হারানোর ভয়
লিখে বা বলে যে
শেষ হবার নয় ।।

বিবেককে বলি
আরে- এত ভয় কিসের তোমার
সৃষ্টি তোমার নয় বৃথা
তার হাত মাথার উপর
কর কেন মিছে ভয় ।

তবু্ও প্রতিটি মানুষ
অকারনে অসময়ে মৃত্যূ ভয়
মাঝে মাঝে
জীবন আর ভয় যেন আলো আর অন্ধকার
আলাদা হবার নয় ।।

ভয় এত তাড়না কিসের??
কি চাও তুমি?আমাকে?
দিয়েছি জলাঞ্জলি তোমাকে
আরো অনেকদিন আগে
মিছে কর কেন ভয় ?


মন্তব্যসমূহ (০)


Lost Password