সিরাজগঞ্জের শাহজাদপুরের নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য আঁখি খাতুনের বাবাকে শাসানো ও অসদাচরণের অভিযোগে শাহজাদপুর থানার সেই দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন শাহজাদপুর থানার এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসা।
বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল বিপিএম(বার),পিপিএম (,বার) বলেন, থানায় নিয়ে যাওয়ার কথা বলে শাসানো ও হুমকির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে (শাহজাদপুর সার্কেল) দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
উল্লেখ,গতকাল বুধবার ফুটবলার আঁখির পরিবার সরকার থেকে পাওয়া জমি নিয়ে তার বাবাকে শাসানো ও অসাদচারণের অভিযোগ উঠে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের এএসআই মামুন ও কনস্টেবল আবু মুসার বিরুদ্ধে। কাগজে সই করতে রাজি না হওয়ায় আখির বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ তোলেন আঁখি বড় ভাই নজরুল ইসলাম। যার কারণে সারা দেশ ব্যাপী আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। তারই পেক্ষিতে আজ অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোসড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন