স্বাধীনতাটা খুজছি
শাহ্জাহান আলী ভূইয়া
স্বাধীন হবার যথাযোগ্য মূল্য কি জাতি দেয় নি
আর কত দাম দিলে বাঙ্গালী স্বাধীনতা পাবে
একের পর এক বীভৎস ছবি, বিচারহীন মৃত্যু,
ধর্ষন, শুধুই করুন আর্তনাদ
এ যেন স্বাধীনতা নয়, ঠিক যেন শিব গড়তে বাঁদর হলেম।
উদ্ভাস্ত স্রোতের মত উগ্রতা লাগামহীন বেড়ে চলছে
মূল্যহীন জনতার হাহাকার, অসুস্থ বিবেকের দীর্ঘ সারি
অভিশাপের পর ভিন্ন অভিশাপ
শেষ কোথায় যেন একদম অজানা।
আকাশের বুক চিড়ে আগুন ঝড়ে পরছে
সৃষ্টিকর্তার কৃপাবারি চাওয়ার যেন কেউ নেই
আধমরা জিন্দালাশ বিষাদের অভয়ারন্যে ভয় পায়
বায়ান্ন-তে গর্জে উঠে ছিল, আজ নিস্তব্দ প্রায়।
মুমুর্ষ দেশটা মৃত্যু শয্যায়
বাজপাখির মত প্রখর চোখে তাকিয়ে আছে সন্তান-রা
এত মৃত্য পথযাত্রী স্বদেশ মা-কে সেবার জন্য নয়
অর্থের লোভে বিবেক বিসর্জনের অপেক্ষা মাত্র।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন