ঘুম থেকে উঠে সকাল দেখিনা অনেক দিন। সকালের প্রকৃতি দেখতে কেমন এটাই ভুলে গেছি। ৬ ফেব্রুয়ারী ভোরে আমার মোবাইল ফোনটা বেজে উঠলো, জানালার পর্দা সরিয়ে দেখি এখনও ভোর কলটা রিসিভ করলাম ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো শান্তা খুব অসুস্থ। কিছু বুঝে উঠতে পারলাম না, তারা হুরা করে বেরিয়ে পরলাম বাংলাদেশ মেডিকেলে ভর্তি মৃত্যুর যন্ত্রনা ছটফট করছে। কি করবো ভেবে পাছিনা । ডা: এর সাথে কথা বলা হলো কোন …..।
শান্তা ছিল আমার ছোট বেলার বন্ধু যখন প্রথম শ্রেণী-এসএসসি পর্যন্ত ১০ টি বছর এক সাথে ছিলাম। আমরা সবাই যেন একই মায়ের সন্তান। ছেলে-মেয়ে সবাই একসাথে থাকতাম, মজা করতাম এক সময় ঝঁগড়া হলেও কিছুক্ষণ পর আবার এক সাথে মিলে যেতাম। সবাই একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। এর মধ্যে শান্তা ছিল একটু অন্যরকম ওর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল। একজন আরেক জনের সুখ-দুঃখের সাথি হয়ে থাকতাম।
সময়ের প্রয়োজনে সবাই ব্যস্ত হয়ে ওঠে, অনেক দিন কোন যোগাযোগ হয়নি। এক সময় শান্তার বিয়ে হয়ে যায়। যতদুর জানতাম স্বামী সংসার সুখ দুঃখ মিলিয়ে ভালই ছিল।
আজ আর শান্তা নেই। তাই একাই হাঁটতে হচ্ছে। শান্তাকে আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি, প্রায় এক মাস হয়ে গেল। দিনটি ছিল ১১ ফেব্রুয়ারী, মঙ্গলবার ২০২০ রাত ৮.২২ মিনিট। বাংলাদেশ মেডিকেলে আমি ও আমার আরো কয়েকজন বন্ধু দিদার, কেয়া ও রচনা, আর শান্তার বাবা, মা দুই ভাই তপন, স্বপন বোন ও অনেক অত্মীয় স্বজন এসেছিল। ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেকের সাথে কথা বলেছিলাম কিন্তু কোথায় কোন ভরসা পাচ্ছিলাম না। কি করবো, কোথায় নিয়ে যাবো এই প্রিয় মানুষ টি কে। ঘুরে ঘুরে সবাই ক্লান্ত। শেষ রক্ষা করতে পারলাম না বন্ধু তোমার মৃত্যু টাও মেনে নিতে পারছিলাম না। বন্ধু তুমি বেচে থাকতে জীবনে কতটা দুঃখ পেয়েছিলে হিসাব মিলাতে পারছিনা।
বাবা মা আত্মীয় স্বজন রেখে সবার মাঝখান থেকে চলে গেলে। কাউকে কাছে থেকে হারানোর কষ্ট কতটুকু তা শুধু সেই মানুষ জানে যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে। আমি সেই কষ্টটাকে খুব কাছে থেকে দেখেছি। নিশ্চিত মৃত্যুর পৃথিবীতে কিছু কিছু মৃত্যু বড় বেশি ছাপ ফেলে যায়। কাছের দূরের বন্ধুদের হৃদয়ে দাগ রেখে যায়। বন্ধুর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুব কষ্টদায়ক হয়ে ওঠে। দুঃখিত দোস্ত। যে কোনো খারাপ ব্যবহার, খারাপ কথার জন্য দুঃখিত! তুই অনেক ভালো ছিলি। আমার বিশ্বাস তুই জান্নাতেই যাবি। যেখানেই থাকিস, ভালো থাকিস!’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন