A2i থেকে জেলা এম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেলেন তাড়াইলের শিক্ষক:সুজন

A2i থেকে জেলা এম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেলেন তাড়াইলের শিক্ষক:সুজন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের a2i (Access to Information) প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম।

 এই অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো আইসিটির বহুমাত্রিক ব্যবহারে প্রতি উপজেলায় কমপক্ষে ১০ জন করে দক্ষ শিক্ষকদের ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা যারা নিজ জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন। নিজের দক্ষতার প্রমান দেখিয়ে এবারে সেই সুযোগটা করে নিলেন কিশোরগঞ্জ জেলাধীন তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান সুজন।

তিনি বলেন আইসিটি নিয়ে নিজ জেলা, উপজেলা এবং নিজ বিদ্যালয়ে কাজ করার ইচ্ছে ছিল বহুদিন থেকে এবারে সেই  সুযোগ করে দিল a2i । ১৮/০৪/২০২১খ্রিঃ রবিবার শিক্ষক বাতায়ন নামক ওয়েব পোর্টালে সেই বিষয়টি নিশ্চিত করে এটুআই। জনাব মোঃ আতাউর রহমান সুজন a2i এর স্বীকৃতিতে সন্তোস প্রকাশ করেন এবং আগামীতে নিজ বিদ্যালয় সহ নিজ জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন।

তিনি তার প্রাপ্তিতে a2i এর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার, নিজ উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার এবং উপজেলা ইউ আর সি ইন্সস্টাকটর সহ নিজ বিদ্যালয়ের সকল শিক্ষক মহোদয়ের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কিশোরগঞ্জ জেলা অ্যাম্বাসেডর জনাব মোহাম্মদ জাকির হোসাইন, ঝিনাইদহ জেলা অ্যাম্বাসেডর জনাব সাইদুর রহমান টুটুল, নজরুল ইসলাম পবা, রওশন শরিফ তানি, মাহমুদ নাইস, নিপা চ্যাটার্জী, আমিনুল ইসলাম, মোফাকখারুল আলম, দিলরুবা ইয়াসমিন আব্দুর রশিদ, মাসুদ রানা সহ যাঁরা সার্বিকভাবে তাঁর এই অর্জনে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উক্তি “২০২১ সালের মধ্যে ৯ লক্ষ শিক্ষক শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হবে” প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে তাঁর নিজ জেলা শিক্ষা অফিসার জনাব সুব্রত কুমার বনিক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব ফাতেমা সুলতানা মহোদয়ের তত্বাবধানে উক্ত উপজেলার  ICT4E অ্যাম্বাসেডরের নেতৃত্বে উপজেলা আইসিটি টিমে কাজ করেছেন। তিনি বলেন আমাদের তাড়াইল উপজেলায় কর্মরত সকল শিক্ষক এখন শিক্ষক বাতায়নের সদস্য অর্থাৎ শতভাগ। ডিজিটাল শিক্ষা বাস্তবায়নে আগামীতেও এভাবে কাজ করে যেতে চাই বলে প্রত্যয় ব্যাক্ত করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password