প্রযুক্তিগত দিক থেকে কত বিবর্তন ঘটেছে আমাদের জীবনে তার পরেও প্রাকৃতিক শক্তির দিক দিয়ে আমরা অসহায়। মাঝে মাঝে প্রকৃতির রুদ্র রোষের শিকার হতে হয় মানুষকে। প্রকৃতির রোষের মুখে পরে অসহায় হয়ে যায় মানুষ।
গঙ্গাকে আমরা মা হিসেবেই দেখি কিন্তু এই শান্ত নির্মমভাবে বয়ের চলা গঙ্গা যখন আগ্রাসী রূপ ধারন করে তখন তছনছ করে দেয় সবকিছু। জলের তলায় বিলুপ্ত হয়ে যায় তিল তিল করে গড়ে তোলা বসতবাড়ি ভিটেমাটি বেঁচে থাকার প্রয়োজন রসদটুকুও। কেবল শোনা যায় হাহাকার ধ্বনি। এরকম এক বিধ্বংসী চিত্র ধরা পড়লো সম্প্রতি। কিছু ঘটনা আমাদের মনকে কষ্ট দেয় তবে এই ঘটনা কেবল কষ্ট দেবেনা সঙ্গে শিউরে উঠবে সবাই।
ভিডিও দেখতে ক্লিক করুণ ঃ- https://youtu.be/3EWHQS4eXgM?t=1
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে গঙ্গার শান্তভাবে নিজের প্রবাহে বয়ে চলেছে। কিন্তু হঠাৎ করেই সেখানে বিশাল আকৃতির একটি বান চলে এলো। আর তারপরেই এক নিমেষের মধ্যে চোখের পলক পড়তে না পড়তেই ভাসিয়ে নিয়ে গেল একুল ওকুল। জলের দাপটে জলের মধ্যে তলিয়ে গেল এক বড় দোতালা বাড়ি। যদিও শোনা যাচ্ছে এটি একটি স্কুল। তবে যাইহোক ওখানে কেউ না থাকায় প্রাণে বেঁচে যান সকলে।
জানা গেছে ঘটনাটি বিহারের। ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। তবে প্রকৃতির রোষের কাছে তারা নিরুপায়। ইতিমধ্যেই ভিডিওটি নেট দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে। অনেকেই কমেন্টে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মানুষদের সাবধান ও সতর্কবার্তা জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন