শিক্ষা ব্যবস্থায় নতুন কারিক্যুলাম, জিপিএ বেশি পাওয়ার প্রবণতা থেকে বের করতে এই সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি বলেন, জিপিএ বেশি পাওয়ার প্রবণতা থেকে সবাইকে বের করে আনতে নতুন কারিক্যুলাম তৈরির সিদ্ধান্ত। সে জন্য নতুন ধরনের কারিক্যুলাম তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
আজ শনিবার ৭ আগস্ট ২০২১ বিকেলে শিক্ষা বিষয়ক কর্মশালায় সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এর ‘কলম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
শিক্ষামন্ত্রী আরও বলেছেন, শিক্ষার্থীদের জিপিএ দ্বারা তাদের যে প্রকৃত মেধার মূল্যায়ন করা যাচ্ছে না।
এ কারণেই জিপিএ-৫ পাওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে নইলে প্রকৃত শিক্ষার মূল্যায়ন হবেনা। তিনি আরও জানান, আমাদের দেশের শিক্ষার্থীরা কী শিখলো সেটি বড় বিষয় দেখা হচ্ছে না। কে কত জিপিএ গ্রেড পেয়েছে সেটি নিয়ে সবার উৎসাহ বেশি তৈরি হচ্ছে।
এই অসম প্রতিযোগিতা থেকে আমাদের শিক্ষার্থীদের বের করে আনা হচ্ছে দূতই। শিক্ষার্থীদের জানা ও শেখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে তার মধ্যে কি ধরনের প্রতিভা আছে সেটি বিকশিত করাই হবে মূল কাজ।
এই জন্যই উপযুক্ত শিক্ষা কারিক্যুলাম তৈরি করা হবে। আমাদের সন্তানদের পরীক্ষায় পাসেই জিপিএ গ্রেড বেশি পাওয়ার চাপ দেওয়া ঠিক হবে না, উল্লেখ করে দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের মাঝে যার যে ধরনের প্রতিভা আছে সেটি বিকশিত করতে এক ধরনের পরিবেশ সৃষ্টি করে দেয়া হবে। সকলকে জিপিএ বেশি পাওয়ার প্রবণতা থেকে বের করে আনা হবে ক্রমান্বয়ে।
সেই জন্য নতুন ধরনের পাঠ্যপুস্তক কাঠামো তৈরি করা হবে। ডঃ দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা ঠিকই শিখছে। কিন্তু সে নিজে বলতে কিছুই পারছে না। তার কারণেই আমাদের কিছু ঘাটতি দেখা দিয়েছে। সেগুলো চিহ্নিত করে দূতই সমাধান করা হবে।
কোনো শিক্ষকই প্রশিক্ষণবিহীন কোন ক্লাসে পাঠদানের জন্য ক্লাসে যেতে পারবে না, সেটি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, আগে ক্লাস শিক্ষকরা নিয়োগের ৩ থেকে ৪ বছর পর বুনিয়াদি কিছু প্রশিক্ষণের সুযোগ পেতেন। কিন্তু বর্তমানে সেটি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন