আজকের এই দিনে আমার জন্মদিন
সেইদিন আমার মার কোল আলো করে
এই আমার আগমন
কিন্তু আমি কি আলো ছড়াতে পারছি, আমার এই জীবনে ।
যখন ছোট ছিলাম, কত স্বপ্ন
কত ভাবনা, কত ছবি আঁকা
কত ভবিষ্যতের জাল বুনা, কত মালা গাঁথা
কিন্তু আমি কি আমার মত করে ছবি একে চলেছি এই জীবনে ।
মার স্বপ্ন এক, বাবার চাওয়া আরেক
অন্যদিকে এই আমার নিজের স্বপ্ন ভিন্ন
এক, দুই, এই তিন স্বপ্ন মিলে একটি চন্দ্রবিন্দু স্বপ্ন
কিন্তু আমি কি এই আলোকিত চন্দ্রবিন্দুর দেখা পেয়েছি এই জীবনে ।
বড় হলাম যখন, একা একা চলার পথ জেনে গেলাম যখন
কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যেতে হবে বা হতো
এ সবের হিসাব সময়ে করিনি হয়তোবা, প্রয়োজন বোধ হয়নি তখন
কিন্তু আজকের এদিনে ভাবতে হচ্ছে, কোথায় যাওয়া উচিত আমার এ জীবনে ।
অনেক বেলা যখন অবেলা হয়ে গেল, ছোট এ পৃথিবীতে
তারকা রবি শশী সবই যেন হাত ছানি দেয়, ছোঁয়ে দিতে
তাদের মত উজ্জ্বল হতে, উদার হতে, সার্বজনীন হতে
রুপান্তরিত রুপ যে বড় কঠিন, তবুও আমি চাই আমার রুপান্তর আমার এ জীবনে।
ধন্য বলি, প্রশংসা গান করি, মাথা নত করি
জীবনে যা কিছু অর্জন, যা কিছু পেয়েছি, সবই আমার স্রস্টার অনুগ্রহ
পাহাড় থেকে রাজপথ, জঙ্গল থেকে মঙ্গলগ্রহ, ঝরনা থেকে সমুদ্র
সবই অন্তর দিয়ে দেখেছি, অনুভবে ছোঁয়েছি, গৌরব হোক তোমারি ।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন