বিশ্ব সংগীতের ইতিহাসে অমর মাইকেল জ্যাকসন। তিনি ১৯৫৮ সালের আজকের এই দিনে
গ্যারি ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন। মাইকেল জ্যাকসন একাধারে একজন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবক ছিলেন। তাকে ডাকা
হতো ‘পপ কিং’ নামে। তার পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন। পৃথিবীর সবচেয়ে
জনপ্রিয় ও বহুল বিক্রিত অ্যালবামের গায়ক তিনি। আশির দশকে জ্যাকসন জনপ্রিয়তার
শীর্ষে পৌঁছান।
১৯৭১ সাল থেকে মাইকেল একক শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। এর আগে তিনি জ্যাকসন
ফাইভ নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসেবে গান গাইতেন। তার গাওয়া পাঁচটি সঙ্গীত
অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকডের্র মধ্যে রয়েছে- অফ দ্য ওয়াল (১৯৭৯), থ্রিলার (১৯৮২), ব্যাড (১৯৮৭),
ডেঞ্জারাস
(১৯৯১) এবং হিস্টরি (১৯৯৫)। জীবদ্দশায় মোট ১৩টি গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন
মাইকেল জ্যাকসন।
মাত্রাতিরিক্ত প্রপোফল সেবনে ২০০৯ খ্রিস্টাব্দের ২৫ জুন ৫০ বছর বয়সে মৃত্যু হয়
জ্যাকসনের। সে বছর সর্বাধিক বিক্রিত অ্যালবামের শিল্পী হিসেবে আবির্ভূত হন
জ্যাকসন। মৃত্যুর পর গান ডাউনলোডের ইতিহাসেও রেকর্ড গড়েন ‘পপ কিং’। মাত্র এক সপ্তাহে
পয়সা খরচ করে জ্যাকসনের ১০ লাখ গান ডাউনলোড করে তার ভক্তরা।
২০০৯ সালে তার মৃত্যুর দিন মাইকেল জ্যাকসন সম্পর্কে বিস্তারিত জানতে পৃথিবীর
সব অঞ্চল থেকে তার ভক্ত ও সাধারণ মানুষ গুগলে সার্চ শুরু করে।
সেদিন মাইকেল জ্যাকসন
শব্দটি মিলিয়ন মিলিয়ন বার ইনপুট হওয়ায় গুগল কর্তৃপক্ষ ভাবে, তাদের সার্চ ইঞ্জিন ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার
কারণে তার মৃত্যুর দিনে আধঘণ্টা বন্ধ থাকে গুগুল। কর্তৃপক্ষ জানায়, তাদের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন