কক্সবাজারে ‘ফিশ ফ্রাই’ খেয়ে ফেরদৌস আলম খান সৌরভ (৩৫) নামে এক পর্যটক মারা গেছেন।
শুক্রবার দিনগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস সৌরভ ঢাকার মুন্সি এন্টারপ্রাইজ নামে এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদরের মুজিব সড়ক এলাকায় মৃত নবিউল আলম খানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।
স্ত্রী ফারজানা আকতারকে নিয়ে ফেরদৌস সৌরভ শুক্রবার সকালে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান কবির জানান, সমুদ্র সৈকতে ফিস ফ্রাই খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পর্যটক ফেরদৌস। রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফেরদৌসের স্ত্রী ফারজানা আকতার জানান, শুক্রবার সকালে তারা কক্সবাজারে আসেন। সন্ধ্যায় সৈকতের সুগন্ধ্যা পয়েন্টে গিয়ে একটি দোকানে ফিশ ফ্রাই খান। তার স্বামী এসময় কিছুটা অসস্তি অনুভব করলে একটি ডাব খান। কিছুক্ষণ পর সৌরভ অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে দেখানো হয়। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. এসএম নাওশাদ রিয়াদ জানান, হাসপাতালে আনার আগেই ফেরদৌস মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ অথবা খাদ্যের বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হতে পারে।
তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে বলে জানান ওই চিকিৎসক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন