কেন জানি ইদানিং নিজের জীবন, পরিবারের জীবন বা আমাদের জীবন নিয়ে
অকারণেই ভেবে চলি, খুব অকারণ ।
ভাবনাগুলোকে আনতে চাইনা, একদম মন থেকে সরে দিতে চাই
কিন্তু পারিনা, জীবন জীবন কি হবে বলে আরো বেশী জোরে সোরে ভাবনার ঢেউ দোলতে থাকে ।
অতীতের দিনকাল, সেদিনের দিনকাল, কয়বছর আগের দিনকাল
কত সুন্দর, কত আনন্দ, কত মধুময়, কত মায়াময়
কিন্তু আজ এত এত সুন্দর দিনগুলো, কোথায় যেন অভিমানে হারিয়ে গেল
সত্যি কি অভিমান, নাকি অন্য কিছু, নাকি নিয়তির খেলা, ঈশ্বর ভাল জানেন ।।
তবুও এ জীবন, অমূল্য ধন, একটিইতো জীবন
কখনো কখনো মেঘবৃষ্টি রোদের ঝলমল যেমন, এ জীবনও সেরকম
কিন্তু মানতে কষ্ট হয়, জীবনের আকাশে মেঘ থাকবেনা, বৃষ্টি থাকবেনা, অন্ধকার থাকবেনা, এ মন সেটাই চায়
কিন্তু তা কি করে হয়, জীবন যে ভাবনার নদীতেই চলে অনুক্ষণ ।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন