'যার সাথে কথোপকথনের ফাঁকে দীর্ঘ সময় যেন ক্ষনিকে বিলীন হয়ে যেত'

'যার সাথে কথোপকথনের ফাঁকে দীর্ঘ সময় যেন ক্ষনিকে বিলীন হয়ে যেত'

যাঁর পাশে বসে কথোপকথনের ফাঁকে দীর্ঘ সময় যেন ক্ষনিকে বিলীন হয়ে যেত, যাঁর আদেশ উপদেশ বিরামহীন অচিন পথের আভাস পাওয়া যেত এবং আচরণ ছিল কোমলতায় ভরপুর, গহীন বন্ধুত্বের মত, আবার কচিদের সাথে শিশু সুলভ মতবিনিময়।

আমার এ ক্ষুদ্র আলোচিত ব্যক্তি হলেন আমার জন্মদাতা প্রিয় শ্রদ্ধেয় আব্বু  মোঃ লাইছ উদ্দিন মুন্সি।

১৯১০ইং সালের ৮ই সেপ্টেম্বর নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মাতা ফুলবাবুর গর্ভে জন্মগ্রহণ করেন। পিতা জাহাদবক্সের একমাত্র সন্তান ছিলেন তিনি। তৎকালে জাহাদ বক্স ছিলেন ধনে মানে সুখী সমৃদ্ধ। পিতার এ আদুরে পুত্রকে ব্রিটিশ শাসন আমলে ৭ম শ্রেনী পর্যন্ত লেখা পড়া করান।বাড়িতে একজন সুশিক্ষিত মৌলভী সাহেব লজিং ছিলেন। তিনির নিকট থেকে আব্বা আরবি ও ধর্মীয় শিক্ষায় জ্ঞান অর্জন করেন।

আব্বা যদিও অল্প শিক্ষিত ছিলেন তবু জীবন চলার পথে স্বজনদের সাথে ছিল মধুরতা আচরণ, মুখচ্ছবি ছিল হাস্য মুখর। অপরদিকে যদিও তিনি কোন বক্তা ছিলেন না তবু  সহপাঠীদের সাথে ধর্মানুভুতি আলোচনায় সহজ সরল বাক্য চয়নের মাধ্যমে শ্রোতার মন তুষ্ট করার কৌশল বিরাজমান ছিল। জীবনের কোন জীবনের একাংশে স্থানীয় মসজিদে ইমামতি করে মুসল্লীগনের প্রশংসা অর্জন করেছেন। জীবন চলার পথে ধর্মীয় মনা আলেম ওলামা ও সহজ সরল মানুষের সাথে দিন যাপনে সাচ্ছন্দ্য বোধ করেন।

এদিকে ২০১৬ সালে আমি চাকুরী থেকে অবসর গ্রহণ করি। এ অবসরে দীর্ঘ সময় কাটানোর সৌভাগ্য আমার হয়েছিল। মানুষ চৈত্র মাসের প্রখর সূর্য উত্তাপে মাঠ থেকে বাড়িতে এসে পাখার বাতাসে শরীর শীতল করে থাকে, আমি তেমনি উত্তাপে বা মনোকষ্টে আব্বার পাশে বসলে, তিনির হাসিমুখে কথা শুনিলে বিনা বাতাসে আমার হৃদয় শীতল হয়ে যেত, ভুলে যেতাম শত সহস্র যন্ত্রণা। তিনি ছিলেন আমার জীবনে বটবৃক্ষের ছায়ার মত।

আজ (১৯ সেপ্টেম্বর) ৪০ দিন অতীত হতে চলছে ওই বটবৃক্ষের ছায়া আমার জীবন থেকে চির বিদায় নিয়েছেন। তিনির অবর্তমানে সর্বদা চোখে যেন শর্ষে ফুল ঝড়ছে, চলার পথের ক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে চলছে। জানি কোন এক সময় আমিও হারিয়ে যাব অজানা অচেনা অচীন পথে। আব্বার বিদায় ক্ষনে আমি তিনির মাথায় হাত রেখে, আল্লাহর নাম উচ্চারণ করতঃ আব্বার মুখপানে তাকিয়ে ছিলাম। লক্ষ্য করলাম তিনি কালেমা পড়ার মাধ্যমে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহ.... রাজিউন।
আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আমার বিদায় বেলা মহান শ্রষ্টার নাম স্মরণ করতঃ বিদায় নিয়ে পরপাড়ে আল্লাহর কুদরতে, আমার প্রিয় আব্বার সাথে সাক্ষাৎ হবে, এ আশার বাধন বেধেছি  হৃদয়ে। আমিন।

মোঃ হাবিবুর রহমান
স্টাফ রিপোর্টার,
দৈনিক লাল সবুজের দেশ

মন্তব্যসমূহ (০)


Lost Password