একজন নারীর জীবনে অনেক সীমাবদ্ধতা রয়েছে । এই সীমাবদ্ধতাগুলোকে পাড় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারাটা বড় চ্যালেঞ্জ । অনেকেই পারেনা মানে বেশীর ভঅগ নারীই পারেনা এ চ্যালেঞ্জকে মোকাবেলা করতে যার কারণে আজীবন অনেক যন্ত্রনা, অনেক নীপিড়ন, অনেক আঘাত নিরবে কষ্ট সহ্য করে যেতে হয় । নিজের শান্তি নিজের ইচ্ছা নিজের স্বপ্ন সবকিছু জলাঞ্জলি দিয়ে কারো সুখের জন্য কারো আশা পূরণেল জন্য কারো শান্তির জন্য নিজের জীবনকে পুড়ে পুড়ে শেষ করে দিতে হয় । কেউ তার যেন কোন খবরই রাখেনা ।
কি কি সীমাবদ্ধতা আছে একটু তুলে ধরার চেষ্টা করি যা খুবই সামান্যঃ
- জন্মের সময় মা-বাবা বা আত্নীয় পরিজন, দাদী নানী অনেকেই কন্যা সন্তানকে মেনে নিতে পারেনা । ছেলে হলে ভালো হতো এমন মনোভাব পোষন করে
- মেয়ে সন্তান বোঝা স্বরুপ, তাকে পরের ঘরেই যেতে হবে তাই তাকে বিয়ে দিতে অনেক টাকার প্রয়োজন হয় এমন চিন্তা করা হয় ।
- মেয়েদের কোন নিরাপত্তা নেই , একটু বড় হলেই ঘরবন্ধী থাকতে হয় কোথাও গেলেই মনে করে মেয়েটির কোন মূল্যবোধ নেই ।
- নিজের ইচ্ছামত স্বপ্ন দেখতে পারেনা, জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনা , বড় হয়ে কি হবে তা আরেকজনের ইচ্ছার উপর গুরুত্ব দিতে হয় ।
- সাজসজ্জা খাবার দাবার সব কিছুতেই যেন নিয়ন্ত্রিত । মেয়ে কি পোষাক পড়বে, কি খাবে সব কিছুই আরেকজনের দ্বারা নিয়ন্ত্রিত ।
- বাড়ীর সব কাজ মানে রান্না বান্না, ঘর ঘুছানো, কাপড় চোপড় পরিস্কার, মিশুদের বয়স্কদের যত্ন সব নারীকেই করতে হয়, অলিখিত নিয়ম যা মানতেই হয় ।
- সে চাকুরী করবে কি করবেনা এটাও আরেকজনের দ্বারা নিয়ন্ত্রিত ।
এতকিছু সীমাবদ্ধতা পাড় হয়ে একজন নারী প্রতিষ্ঠিত হতে বেশ বেগ পেতে হয় । তারপরও নারীরা পিছিয়ে নেই । সবজায়গাতেই নারীদের অবস্থান, বিচরন আমরা লক্ষ্য করতে পারি । এ সবকিছুকে মাথায় রেখেই একজন নারীকে এগিয়ে যেতে হবে । নিজের জীবনের সুন্দর দিনগুলো নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে । সকল নারী নিরাপদে ও সুন্দর দিন কাটুক এমন আশাবাদ ব্যক্ত করি ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন